
কলম্বিয়ায় সিরিজ বোমা হামলা ও গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। শেই সাথে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
দেশটির তৃতীয় বৃহত্তম শহর কালি এবং আশেপাশের কয়েকটি শহরকে লক্ষ্য করে চালানো হয়েছে এসব হামলা। ব্যবহার করা হয়েছে গাড়ি বোমা, মোটরসাইকেল বোমা, রাইফেল এবং একটি ড্রোন। মোট ১৯টি হামলা সংঘটিত হয়েছে বলে জানিয়েছে কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কাওকা অঞ্চলে ১২টি এবং ভ্যালে দেল কাওকা অঞ্চলে হয়েছে সাতটি হামলা। পুলিশ স্টেশন, পৌর ভবন এবং নানা বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হয় এ আক্রমণ। নিহতদের মধ্যে রয়েছেন ২ পুলিশ কর্মকর্তাও।
ধারণা করা হচ্ছে, এ হামলার সাথে জড়িত রয়েছে একসময়ের শক্তিশালী গেরিলা গোষ্ঠী রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া (ফার্ক)-এর একটি শাখা। নিজেদের অবৈধ কার্যক্রম ও ব্যবসায় বাধা দেয়ার কারণেই সরকারি নানা স্থাপনা ও পুলিশকে লক্ষ্য করে হয়েছে এ হামলা।
/এআই
 
				
				
				
 
				
				
			


Leave a reply