Site icon Jamuna Television

ব্যাংকের কিছু শাখা খুলেছে, গ্রাহক উপস্থিতি কম

ফাইল ছবি।

ঈদুল আজহা উপলক্ষ্যে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের সরকারি ছুটি চলছে। তবে ছুটির মাঝেও সীমিত পরিসরে আজ বুধবার (১১ জুন) শিল্প ও বাণিজ্যিক এলাকায় বিভিন্ন ব্যাংকের কয়েকটি শাখা খোলা আছে।

আমদানি-রফতানি ও বৈদেশিক লেনদেন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যদিও আজ দিনের শুরুতে এসব শাখায় গ্রাহক উপস্থিতি তেমন দেখা যায়নি।

আগামীকাল বৃহস্পতিবারও খোলা থাকবে এসব শাখা। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংকগুলোর শাখাতে লেনদেন চলবে। আর ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে, সরকারি ছুটির মধ্যে ৫ জুন সীমিত পরিসরে ব্যাংক খোলা ছিল।

/এমএন

Exit mobile version