রাজশাহীতে রেলপথ অবরোধ প্রত্যাহার, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

|

সারাদেশ ডেস্ক:

প্রশাসনের আশ্বাসে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী স্টেশনের সংস্কার ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি তুলে নিয়েছে স্থানীয়রা। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হতে থাকে।

এর আগে, দাবি আদায়ে আজ বুধবার (১১ জুন) সকাল ৭টা থেকে রেলপথ অবরোধের মাধ্যমে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। স্টেশনের দুই পাশে লাল নিশান দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে বিক্ষুব্ধরা।

এতে প্রায় আড়াই ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ ছিল। আর চারটি ট্রেন আটকা পড়েছিল, সেগুলো হচ্ছে সাগরদাঁড়ি এক্সপ্রেস, ঢাকাগামী মধুমতি, বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস।

এই বিক্ষোভের কারণে চরম ভোগান্তিতে পড়েন ঈদের ছুটি শেষে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ফেরা যাত্রীরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply