Site icon Jamuna Television

একই ফ্লাইটে ঢাকা ছাড়লেন হামজা-শমিত

জাতীয় দলের দায়িত্ব পালন শেষে একই ফ্লাইটে ঢাকা ছাড়লেন দুই ফুটবলার হামজা চৌধুরী ও শমিত সোম।ইংল্যান্ডের উদ্দেশে হামজা চৌধুরী আর অন্যদিকে পরিবারের সঙ্গে দেখা করে আরেক প্রবাসী ফুটবলার শমিত সোম দেশ ছেড়েছেন।

বুধবার (১১ জুন) ভোরবেলায় দুই ফুটবলার একই ফ্লাইটে ঢাকা ছেড়ে গেছেন নিজ নিজ ক্লাবের উদ্দেশে।

জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৬টায় তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। তুরস্ক থেকে দুইজনের পথ হবে আলাদা—হামজা ধরবেন ইংল্যান্ডের ফ্লাইট, আর শমিত কানাডার।

আরও পড়ুন: লড়াই করে হারলো বাংলাদেশ

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে লড়াই করেও সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছিল হামজা-তপু-বর্মনরা। ম্যাচের একেবারে শেষ দিকে শাহরিয়ার ইমনের অসাধারণ হেডটি কোনোমতে মাঠের বাইরে পাঠান সিঙ্গাপুরের গোলকিপার। গোল হলে বাংলাদেশ ব্যবধান আরও কমাতে পারত, কিন্তু তা আর হয়নি।

/এসআইএন

Exit mobile version