Site icon Jamuna Television

প্রতিরক্ষা খাতে ২০ শতাংশ বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত পাকিস্তানের

ফাইল ছবি

ভারতের সাথে সংঘাতের পর প্রতিরক্ষা খাতে ২০ শতাংশ বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে কমিয়ে আনার ঘোষণা দিয়েছে ২০২৫-২৬ অর্থবছরের মোট কেন্দ্রীয় ব্যয়।

মঙ্গলবার (১০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মোট বরাদ্দ অন্তত ৭ শতাংশ কমিয়ে প্রায় ১৮ ট্রিলিয়ন রুপি নির্ধারণ করা হয়েছে। আর সামরিক সক্ষমতা বাড়াতে ২.১২ ট্রিলিয়ন থেকে বরাদ্দ বাড়ানো হয়েছে ২.৫৫ ট্রিলিয়ন রুপিতে।

এর আগে, গত তিন দশকের মধ্যে ভারতের সাথে সবচেয়ে গুরুতর সংঘাতের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সামরিক বাহিনীকে শক্তিশালী করার উদ্যোগ নেয় দেশটির সরকার। এরপরই প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর এই সিদ্ধান্ত আসে।

তবে এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরোপিত আমদানি শুল্কের জেরে, বৃহত্তম রফতানি বাজারে অনিশ্চিত পরিস্থিতির সাথেও মোকাবেলা করতে হতে পারে দেশটিকে, মত বিশ্লেষকদের।

উল্লেখ্য, পাকিস্তানের প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাম্প্রতিক উদ্যোগগুলো আসছে বাজেটে প্রতিফলিত হতে দেখা যাচ্ছে।

/এএইচএম

Exit mobile version