জাফলংয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু

|

সিলেট ব্যুরো:

সিলেটের জাফলংয়ে পানিতে ডুবে মো. মাহিম (১৬) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটক চট্রগ্রামের বায়েজিদ থানার শহীদপাড়া এলাকার মো. জামিল মিয়ার ছেলে।

বুধবার (১১ জুন) দুপুর ১টার দিকে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে মাহিমসহ ৪০ জনের একটি টিম বাসে করে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে মাহিমসহ বাসের কয়েকজন মিলে জাফলং জিরো পয়েন্টে গোসল করতে নামে। এক পর্যায়ে মাহিম স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। এরপর তার সাথে থাকা লোকজন এবং স্থানীয়রা ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন জানান, দুপুরের দিকে জাফলং জিরোপয়েন্টে পানি থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামে। এ সময়, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply