Site icon Jamuna Television

ভুলের জন্য ক্ষমা চাইলেন মিতুল, আরও শক্তিশালী হয়ে ফেরার বার্তা

এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুর-বাংলাদেশ ম্যাচের ফলাফলের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় ফুটবল দলের গোলকিপার মিতুল মারমা। বুধবার (১১ জুন) সামাজিক মাধ্যম ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

মিতুল মারমা লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে দুঃখজনক মুহূর্ত আমার ওপর গভীর প্রভাব ফেলেছে। আমাকে এমন কিছুর মুখোমুখি হতে হয়েছে, যা আমার হৃদয় ভেঙে দিয়েছে। আমার বড় ভাইয়ের মৃত্যুতে সত্যি আমি কষ্ট পেয়েছি। ভাইকে হারানোর এই দুঃসংবাদের মধ্যেও আমি নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি। দলের জন্য কিছু করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি—এ জন্য আমি সত্যিই দুঃখিত এবং ক্ষমা প্রার্থনা করছি। আমার জন্য সত্যিই এটি কঠিন সময় ছিল।

শক্তিশালী হয়ে ফেরার বার্তা দিয়ে তিনি আরও বলেন, ‘আবারও বলছি, ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন। বিশ্বাস রাখুন, আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’

মিতুল মারমার ফেসবুক স্ট্যাটাস

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে লড়াই করেও সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছিল হামজা-তপু-বর্মনরা। ম্যাচের একেবারে শেষ দিকে শাহরিয়ার ইমনের অসাধারণ হেডটি কোনোমতে মাঠের বাইরে পাঠান সিঙ্গাপুরের গোলকিপার। গোল হলে বাংলাদেশ ব্যবধান আরও কমাতে পারত, কিন্তু তা আর হয়নি।

/এসআইএন

Exit mobile version