Site icon Jamuna Television

বাংলাদেশে আর দিনের ভোট রাতে হবে না: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। (ফাইল ছবি)

বাংলাদেশে আর কোনো দিন দিনের ভোট রাতে হবে না। আমরা দায়িত্ব নিয়েছি আপনাদের গোপন বুথ পর্যন্ত পৌঁছে দেয়ার। সেখানে গিয়ে আপনার ভোট যাকে ইচ্ছা, তাকে দিতে পারবেন— এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান।

মঙ্গলবার (১০ জুন) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যাংকার্স ফোরাম অব শৈলকুপার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, তিনি প্রতিনিয়ত মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। এ লড়াইয়ে সফলও হচ্ছেন। তিনি মাদক ও দুর্নীতির তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, আমরা শৈলকুপাকে মাদকমুক্ত করে গড়ে তুলবো। কথা দিচ্ছি মাদকের তথ্যদাতাদের নাম পরিচয় গোপন রেখে কেবল মাদকের সঙ্গে যাদের সম্পর্ক তাদের নাম পরিচয় প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, গত দশ মাসে বাংলাদেশের একটিও মানুষ গুমের শিকার হয়নি। এই সময়ে বাংলাদেশে কোনো ক্রসফায়ারের ঘটনা ঘটেনি। গত ১০ মাসে পুলিশ বাদী হয়ে একটিও কোনো মিথ্যা গায়েবি মামলা করেনি। এটা আমাদের গর্বের এবং অহংকারের।

তিনি বলেন, শৈলকুপায় এখন যে উন্নয়নের কাজ চলছে, তা আপনাদের করের টাকায়। এ উন্নয়ন কাজে যদি সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা দুর্নীতিতে জড়িত হন, তবে তথ্য দেবেন। শৈলকুপার চলমান উন্নয়ন কাজে কাউকে দুর্নীতি করার সুযোগ দেয়া হবে না। দুর্নীতি করলেই তাকে শাস্তি পেতে হবে বলেও সতর্ক করেন তিনি।

/এমএইচআর

Exit mobile version