Site icon Jamuna Television

সেনাবাহিনী থেকে লাখ টাকা উপহার পেলেন স্টেডিয়ামে পতাকা বিক্রি করা সেই যুবক

জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচে নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্বে অন্যান্য বাহিনীর মতো নিয়োজিত ছিলো সেনাবাহিনীও। মঙ্গলবার (১০ জুন) স্টেডিয়াম সংলগ্ন সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ভুলবশত এক পতাকা বিক্রেতার ওপর লাঠিচার্জ করে বসেন এক সেনাসদস্য। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি সেই পতাকা বিক্রেতাকে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা অনুদান দিয়েছে তারা।

ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের বাইরে বিপুল সংখ্যক দর্শক জমা হয়। ৪ নম্বর গেটের সামনে বিনা টিকিটে প্রবেশের চেষ্টা করে একদল লোক, যারা একপর্যায়ে জোর করে গেটে চাপ সৃষ্টি করে এবং বিশৃঙ্খলার সৃষ্টি করে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্কতা জারি করে। এক পর্যায়ে সৃষ্ট জটলা ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে বাধ্য হয় সেনাবাহিনী। এই বিশৃঙ্খলার সময় সেনাবাহিনীর এক সদস্য ভুলবশত একজন নিরীহ পতাকা বিক্রেতার ওপর লাঠিচার্জ করেন। ঘটনাটি সম্পর্কে সেনাবাহিনী জানায়, এটি একটি বিচ্ছিন্ন ও অনিচ্ছাকৃত ঘটনা। আবেগঘন মুহূর্তে ভুল করে এই কাজটি ঘটে যায়।

ঘটনার পরপরই সেনাবাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পতাকা বিক্রেতাকে খুঁজে বের করে। গুলিস্তান আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান চৌধুরী জানান, বুধবার (১১ জুন) পতাকা বিক্রেতার সঙ্গে দেখা করে তাকে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করা হয়েছে এবং তার প্রতি সহানুভূতির নিদর্শন হিসেবে এক লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।

সেনাবাহিনী দৃঢ়ভাবে জানায়, তারা কখনোই সাধারণ মানুষের ক্ষতি হোক তা চায় না। বরং দেশের ভাবমূর্তি রক্ষার স্বার্থে যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বদা প্রস্তুত।

/এমএইচআর

Exit mobile version