Site icon Jamuna Television

ঈদ ফেরত যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে রাজধানীতে সেনা অভিযান

ঈদ শেষে ঢাকায় ফেরা যাত্রীদের থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় বন্ধে রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়েছে উত্তরা আর্মি ক্যাম্প।

বুধবার (১১ জুন) বিকেলে ঢাকার বাইরের বিভিন্ন রুট থেকে আসা দূরপাল্লার বাসগুলোতে টিকিট দেখে তল্লাশি চালায় সেনাবাহিনী।

অভিযোগ ছিল, যাত্রীদের কাছ থেকে অনেক বাস কর্তৃপক্ষই বাড়তি ভাড়া আদায় করছে। অভিযোগের প্রমাণ মেলায় আল বারাকা, বংসাই এক্সপ্রেস, ইসলাম, লাল সবুজসহ বেশ কয়েকটি পরিবহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়। পাশাপাশি জব্দ করা হয় বাসগুলোর লাইসেন্সসহ বিভিন্ন কাগজপত্র।

আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড হতে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের জন্য গ্রামীণ ট্রাভেলস, শাহ ফতেহ আলী পরিবহন এবং জেনিন পরিবহনকে আটক করা হয়। পাশাপাশি সেনাবাহিনীর তত্ত্বাবধানে মোট ২৯ হাজার ৭০০ টাকা যাত্রীদের ফেরত দেয়া হয়।

উল্লেখ্য, ঈদ যাত্রার আগে থেকেই সেনাবাহিনীর এ ধরনের অভিযান শুরু হয়। অতিরিক্ত ভাড়া আদায় রোধে এবং যাত্রীদের সুন্দরভাবে যাতায়াত নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

/এমএইচআর

Exit mobile version