Site icon Jamuna Television

দেশের হয়ে প্রথম ম্যাচ খেলে আবেগী বার্তা দিলেন শমিত সোম

এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ। দীর্ঘদিন পর বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যেও ছিল টানটান উত্তেজনা। ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে না আসলেও, এটিকেই ফুটবলের নবজাগরণের উপলক্ষ হিসেবে দেখছেন অনেকেই। ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে শমিত সোমের। পুরো ম্যাচে অন্তত হাফ ডজন সুযোগ সৃষ্টি করেছেন এ মিডফিল্ডার। দেশের হয়ে খেলার অনুভূতি তাকে ছুঁয়ে গেছে— এমনটাই জানিয়েছেন তিনি।

বুধবার (১১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে দেশের হয়ে প্রথমবার খেলা, দলে ভূমিকা রাখা এবং নিজের সাধ্যমত চেষ্টার সঙ্গে নিজেও ম্যাচটি উপভোগ করেছেন বলে জানান।

শমিত লেখেন, ধন্যবাদ বাংলাদেশ, প্রথমবারের মতো এই দেশকে প্রতিনিধিত্ব করা এবং খেলার এক অসাধারণ অনুভূতি হয়েছে। ম্যাচে আমরা যা চেয়েছি, তা করতে পারিনি। তাই একটু হতাশ। তবে এই দলের অংশ হতে পেরে আমি দারুণ গর্বিত। আমার সতীর্থ, কোচিং স্টাফ, বাফুফের সব সদস্য এবং অবশ্যই ভক্তদের ধন্যবাদ আমাকে এভাবে গ্রহণ করার জন্য। সবে তো শুরু হলো।

শমিত সোমের ইনস্টাগ্রাম পোস্টের স্ক্রিনশট

অভিষেক ম্যাচ জয়ে রাঙাতে না পারলেও, তার দায় খুব একটা ছিল না। সে বরং নিজের কাজটা ভালোভাবে করে দিয়েছেন। এখন সামনে হংকংয়ের বিপক্ষে ডাবল হেডার ম্যাচ। সেগুলোয় তার উপস্থিতি ও ধারাবাহিকতা অনেক গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশের জন্য।

গত ৪ জুন ভুটানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মাঠে বসেই দেখেছেন শমিত সোম। তবে সে ম্যাচে তাকে বিশ্রামে রেখেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। শেষ পর্যন্ত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে পথচলা শুরু হলো কানাডা প্রবাসী এ ফুটবলারের। 

উল্লেখ্য, আগামী ৯ অক্টোবর দেশের মাটিতে হংকংকে আতিথ্য দেবে বাংলাদেশ। ফিরতি লেগটি অনুষ্ঠিত হবে একই মাসের ১৪ তারিখ।

/এমএইচআর

Exit mobile version