Site icon Jamuna Television

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন সাংবাদিক রূপা-শাকিল

মায়ের জানাজায় অংশ নিতে সাংবাদিক শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রূপাকে প্যারোলে মুক্তি দেয়া হয়েছে।

বুধবার (১১ জুন) সন্ধ্যা ৬টার দিকে এই দম্পতিকে ময়মনসিংহে রূপার মা হোসনে আরা বেগমের জানাজায় যোগ দেয়ার জন্য সাময়িক মুক্তি দেয়া হয়। আনুষ্ঠানিকতা শেষে তাদের কারা কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা হবে।

একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপা গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।

উল্লেখ্য, গত ২১ আগস্ট এই দু’জনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।

/এমএইচআর

Exit mobile version