নেত্রকোণার কেন্দুয়ায় দীর্ঘদিন যাবত বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
বুধবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার দিগদাইর গ্রামের আরিকুলের সাথে আব্দুল হামিদের বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সম্পর্কে তারা দুজন চাচা-ভাতিজা ।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে আরিকুলের চাচাতো ভাই রোমান সুতলি দিয়ে বাড়ির সীমানা মাপতে শুরু করলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে উভয় পক্ষের সাথে প্রতিবেশী ও স্বজনরা সংঘর্ষে যোগ দেয় । দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে ২০ জন আহত বলে জানায় স্থানীয় লোকজন । এসময় উভয় পক্ষের বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর করা হয় ।
আহতদের মধ্যে আরিকুলের পক্ষে রয়েছেন কাজী আ. হক, আব্দুল্লাহ, মুরসালিন মিয়া, মোস্তাকিম মিয়া, জাকির হোসেন, সজল মিয়া। অন্যদিকে, হামিদের পক্ষের আহত হয়েছেন শুভ মিয়া, খোকন মিয়া, স্বপন মিয়া, মঞ্জুরুল হক, বাবুল মিয়া ও সানোয়ার মিয়াসহ কয়েকজন।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে কতজন আহত হয়েছে এ মূহুর্তে কিছু বলতে পারছি না। কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।
/এমএইচআর

