Site icon Jamuna Television

মধ্যরাতে শেষ হলো নিষেধাজ্ঞা, মাছ শিকার শুরু জেলেদের

মধ্যরাতে শেষ হয়েছে সাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে ৫৮ দিনের নিষেধাজ্ঞা। এর ফলে দীর্ঘদিন পর সরগরম হয়ে উঠেছে জেলেপল্লী ও মৎস্য অবতরণ কেন্দ্রগুলো।

আজ বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে সাগরে ফিশিং বোট ও জাল নিয়ে মাছ শিকার শুরু করেছেন ভোলার জেলেরা। কেউ কেউ মধ্যরাত থেকেই সাগরের উদ্দেশে রওনা হন। সমুদ্র উপকূলীয় জেলে পল্লীগুলোয় ফিরেছে কর্মচাঞ্চল্য।

জেলেরা জানান, নিষেধাজ্ঞার সময় তারা কর্মহীন ছিলেন। ধার-দেনা করে সংসার চালাতে হয়েছে তাদের। এখন নিষেধাজ্ঞা শেষে মাছ শিকার করে ধার-দেনা পরিশোধ করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন তাদের।

উল্লেখ্য, ভোলার সাত উপজেলায় সাগরে মাছ শিকার করা নিবন্ধিত জেলের সংখ্যা কমপক্ষে ৬৪ হাজার।

এর আগে, গত ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাছধরা, পরিবহণ, সংরক্ষণ ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। ইলিশসহ সামুদ্রিক মাছের টেকসই উৎপাদন নিশ্চিত করতে ২০১৫ সাল থেকে প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা দিয়ে আসছিল সরকার। তবে এই সময়ে প্রতিবেশী দেশ ভারতের জেলেরা সমুদ্রে মাছ শিকার করত।

ফলে বাংলাদেশের নিষেধাজ্ঞাটা পুরোপুরি লক্ষ্য অর্জনে ব্যর্থ হতো বলে অনেকের ধারণা। এবার ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন নিষেধাজ্ঞা নির্ধারণ করা হয়েছিল। কোস্টগার্ড, নৌপুলিশ, স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করে নিষেধাজ্ঞা কার্যকর করেছে।

/এএইচএম

Exit mobile version