Site icon Jamuna Television

মেঘলা আকাশে ঢাকার আবহাওয়া থাকবে শুষ্ক

ফাইল ছবি।

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আজ সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির দেখা মিলবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাতটায় প্রকাশিত ছয় ঘণ্টার বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, সারাদিনই আবহাওয়া থাকবে শুষ্ক। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বইতে পারে হালকা বাতাস।

সংস্থাটির পূর্বাভাস বলছে, রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে কিংবা অস্থায়ীভাবে মেঘে ঢাকা পড়তে পারে। যদিও গরমের মাত্রা কিছুটা কমতে পারে, তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে ভ্যাপসা ভাব থেকে মুক্তি মিলবে না সহজে।

এতে আরও বলা হয়েছে, আজকের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আর আজ ভোর ৬টায় ঢাকায় রেকর্ড করা তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।

গতকাল বুধবার (১১ জুন) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

একইসাথে গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। ফলে বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও বৃষ্টির মাধ্যমে গরম কমার সম্ভাবনা নেই। এর ফলে নগরবাসীকে কিছুটা ভ্যাপসা গরম সহ্য করতে হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশে বর্ষা মৌসুম শুরুর অপেক্ষায় রয়েছে। তবে এখনও মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয় হয়নি। দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় মৌসুমী বায়ুর প্রভাব দেখা দিলেও রাজধানী এলাকায় তা পৌঁছায়নি।

এদিকে, আজ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিপাত হতে পারে।

/এএম


Exit mobile version