Site icon Jamuna Television

উত্তর কোরিয়া সবসময় রাশিয়ার পাশে থাকবে: কিম জং উন

ফাইল ছবি।

উত্তর কোরিয়া সবসময় রাশিয়ার পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, রুশ ফেডারেশনের জাতীয় দিবসে উত্তর কোরিয়ার জনগণের তরফ থেকে অভিনন্দন জানান কিম। শুভেচ্ছা জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির জনগণকে। পুতিনকে আখ্যা দেন ঘনিষ্ঠতম বন্ধু হিসেবে। এ সময় রাশিয়া-উত্তর কোরিয়া সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয় জানান তিনি।

উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তাসংস্থা কেসিএনএ জানিয়েছে, রাশিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক বার্তায় কিম পুতিনকে তার প্রিয় কমরেড বলে সম্বোধন করেন এবং তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘প্রকৃত সম্পর্ক’ হিসেবে উল্লেখ করেন।

কিম বলেন, ইতিহাসে বহু চ্যালেঞ্জ অতিক্রম করে অটুট রয়েছে দুই দেশের বন্ধন। তাই তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এরই মধ্যে পরীক্ষিত।

এর আগে, গত বছর পিয়ংইয়ং সফর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়ায় সেনা পাঠায় উত্তর কোরিয়া। চলতি বছরের শুরুতে বিষয়টি স্বীকারও করে পিয়ংইয়ং।

/এএইচএম

Exit mobile version