Site icon Jamuna Television

সশস্ত্র বাহিনী মোতায়েনকে স্বাগত জানালো ঐক্যফ্রন্ট ও বিএনপি

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন-মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ রোববার দুপুরে ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন স্বাক্ষরিত ইংরেজি ভাষায় দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

তাতে আরও বলা হয়, “আমাদের আশা, এতে নির্বাচনের আগ মুহুর্তে ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে। আশা করবো, সশস্ত্র বাহিনী জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে না। বা কোনো ব্যক্তি বা গোষ্ঠির এজেন্ডা বায়স্তবায়নে সহযোগিতা করবে না। সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের সেবায় নিয়োজিত। কতিপয় ব্যক্তির কারণে সশস্ত্র বাহিনীর ইমেজ ক্ষুণ হতে পারে না। বাহিনীগুলো সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে এবং ইতিবাচক ভূমিকা পালন করবে।”

এর আগে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপিও। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি, সেনাবাহিনী নিয়োগের ফলে নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি হবে, যা এতদিন মোটেও বিদ্যমান ছিল না।’

তিনি বলেন, ‘আমরা আশা করি, আমাদের দেশের গর্বিত সেনাবাহিনীর প্রতিটি সদস্য জনগণের স্বার্থের পক্ষে কার্যকর ভূমিকা পালন করবেন এবং কোনোভাবেই একজন ব্যক্তি বা একটি গোষ্ঠীর পক্ষে কাজ করবেন না।’

দলীয় প্যাডে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এই বিবৃতিতে আরো বলা হয়, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই দেশ ও জাতির সেবায় নিয়োজিত। কোনো ব্যক্তির স্বার্থ রক্ষার কারণে তাদের সুনাম ক্ষুন্ন হতে পারে না। নির্বাচনে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুয়োগ নিশ্চিতকরণে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমি জোরালো আহ্বান জানাচ্ছি।”

Exit mobile version