Site icon Jamuna Television

লালমনিরহাট সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধা

ফাইল ছবি।

লালমনিরহাট করেসপনডেন্ট:

লালমনিরহাটের সীমান্ত দিয়ে আবারও নিজ দেশের নাগরিকদের পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। তবে বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ হয়ে ফিরে যায় তারা। বৃহস্পতিবার (১২ জুন) ভোরের দিকে ঘটনাটি ঘটে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, আজ ভোরের দিকে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়ার বড় মসজিদ সীমান্ত দিয়ে নারী-শিশুসহ পাঁচজন ও পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালাঙ্গী সীমান্ত দিয়ে সাতজনকে পুশ ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

তবে বিজিবি ও স্থানীয়রা বাধা দিয়ে তাদের সীমান্তের ওপারে ভারতীয় অংশে ফেরত পাঠায়। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে ৬১ বিজিবি ব্যাটালিয়ন।

এর আগে, গত ২৮ মে জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ৫৮ জন নারী-পুরুষকে পুশ ইনে ব্যর্থ হয়ে নিজ দেশে ফেরত নেয় ভারত। তার দু’দিন পর বুড়িমারী রেলস্টেশন থেকে পুশ ইনের শিকার ছয়জন এবং পরবর্তীতে পাটগ্রাম রেলস্টেশন থেকে আরও দুই ভারতীয় আটক হয়। তারা সকলেই দেশটির আসাম রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানায়।

/এএইচএম

Exit mobile version