Site icon Jamuna Television

ইরাকে নিরাপত্তা হুমকির কারণে মার্কিন দূতাবাস খালি করার সিদ্ধান্ত

ইরাকে নিরাপত্তা হুমকি বেড়ে যাওয়ায় বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস আংশিকভাবে খালি করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বাগদাদে অবস্থিত দূতাবাস থেকে অতি প্রয়োজনীয় নয় এমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। সেইসাথে, বাহরাইনে অবস্থানরত মার্কিন সেনাসদস্যদের পরিবারের লোকজনদেরও সরিয়ে নেয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান এক মার্কিন কর্মকর্তা।

যুক্তরাষ্ট্র প্রশাসন জানায়, বুধবার ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানানো হয়েছিল। এরই প্রেক্ষিতেই এমন পদক্ষেপের সিদ্ধান্ত নেয়া হয়।

মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, যদি ইসরায়েল ইরানের অভ্যন্তরে আক্রমণ করে, তাহলে ইরাকে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইরান। আর তাই দেশটির নাগরিকদের নিরাপত্তার কথা চিন্তা করে দূতাবাস আংশিকভাবে খালি করার সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলমান রয়েছে। ইতোমধ্যে কয়েক দফা বৈঠকও হয়েছে দেশ দু’টির। তবে চলমান আলোচনা যদি সফল না হয় এবং ইরান তার পরমাণু কর্মসূচি বন্ধ না করে, তাহলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়াই দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে। আর এ নিয়ে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে ক্রমেই বেড়ে চলছে উত্তেজনা। বিশ্লেষকদের মতে- যা নিয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে।

/এএইচএম

Exit mobile version