Site icon Jamuna Television

নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

নড়াইলের নড়াগাতী উপজেলায় বালুবাহী ট্রলি চাপায় এক দম্পতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নড়াইলের বড়কালিয়া ব্যাপারীপাড়ার জাফর মামুন (৭২) ও তার স্ত্রী মর্জিনা বেগম (৬০)। এ ঘটনায় ইজিবাইক চালক বাবলু শরীফ (৫৫) গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে তারা ইজিবাইকে করে মহাজন এলাকার এক আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে তালবাড়িয়া এলাকায় পৌঁছলে একটি বালুবাহী ট্রলি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে তারা দুইজন প্রাণ হারান।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রলিচালক পালিয়ে গেছেন। তবে ট্রলিটি জব্দ করা হয়েছে।

/আরএইচ

Exit mobile version