Site icon Jamuna Television

সমু চৌধুরী ঈদ করেছেন যশোরে, বাড়ি ছাড়েন শুটিংয়ের কথা বলে

ময়মনসিংহের গফরগাঁওয়ের এক মাজারের পাশে বট গাছের নিচে শুয়ে আছেন অভিনেতা সমু চৌধুরী, এমন ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে বলছেন, তিনি নাকি মানসিক ভারসাম্যহীন অবস্থায় সেখানে অনেকদিন বসবাস করছেন। বিষয়টি সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় সমু চৌধুরীর পরিবারের সঙ্গে।

কথা হয় নাম প্রকাশে অনিচ্ছুক তার এক স্বজনের সঙ্গে। তিনি জানান, সমু চৌধুরী ঈদে যশোরের গ্রামের বাড়িতে এসেছিলেন। সবার সঙ্গে ঈদও করেছেন। মঙ্গলবার তার মাকে জানান, শুটিং আছে। তা বলে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে বের হন। কিন্তু কীভাবে ময়মনসিংহের মাজারে পৌঁছালেন, তা তারা কেউ বলতে পারছেন না।

দীর্ঘদিন ধরে গাছের নিচে আছেন এবং মানসিক ভারসাম্যহীন তিনি, এমন কথাও গুজব বলে জানান ওই স্বজন।

ফেসবুকে ছবি ছড়িয়ে পড়ার পর তারা সেখানকার পুলিশের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি সমু চৌধুরীর মাকেও জানানো হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি লেখেন, সমু চৌধুরী আমাদের প্রিয় সমু’দা এখন আমাদের অর্থাৎ অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর তত্বাবধানে আছেন। খবর পাওয়ার সাথে সাথে সংগঠন থেকে দ্রুত খোঁজ খবর নেয়া হয়েছে। আপাতত আমরা তাঁকে নিরাপদ জায়গায় নিয়ে এসেছি। ওনার মানসিক ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে যতদ্রুত সম্ভব ঢাকায় নিয়ে আসা হবে। তার পরিবারের সাথেও যোগাযোগ করা হচ্ছে।

সমু চৌধুরী এখনও ব্যাচেলর। ঢাকার মিরপুরে তার সঙ্গে থাকেন মা ও ছোট ভাইয়ের পরিবার।

/এমএমএইচ

Exit mobile version