বাউফলে বিদ্যুৎ বিভ্রাট: গরমে হাসপাতালের রোগীদের কষ্ট চরমে

|

বাউফল করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে চরম দুর্ভোগে পড়েছে জনজীবন। প্রচণ্ড গরমে সারারাত বিদ্যুৎ না থাকায় মানুষ পড়েছে চরম ভোগান্তিতে।

গত দুইরাত (রবিবার ও সোমবার) ১২টার পর থেকে পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এতে দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে। অন্যদিকে বিদ্যুৎ না থাকায় প্রাণ সংকটে পড়েছেন বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীরাও।

অস্বাভাবিক গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। গভীর রাতে স্বজনরা দৌড়াচ্ছেন হাসপাতালে। কিন্তু সেখানে গিয়েও মিলছে না ন্যূনতম সেবা। ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ না থাকায় রোগীদের ওয়ার্ড ডুবে আছে অন্ধকারে। ঘুরছে না পাখা। সারারাত একবারের জন্যও পাখা চলেনি।

অপরদিকে, অতিরিক্ত রোগীর চাপে অনেককে থাকতে হচ্ছে ফ্লোরে। হাত পাখা ও চিকিৎসা পত্রে নেরে বাতাস দিয়ে রোগীদের স্বস্তি দেয়া বৃথা চেষ্টা করছেন স্বজনরা। তবে, ডাক্তার, স্টাফ ও নার্সদের কক্ষে ফ্যান ও লাইট ঠিকই চলে সবসময়ে।

দায়িত্বরত স্টাফ (নার্স) বলেন, অনেক্ষণ বিদ্যুৎ না থাকায় অতিরিক্ত চাপে জেনারেটর বন্ধ রয়েছে। স্টাফদের রুমে আলাদা আইপিএস আছে। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি। তবে একাধিকবার চেষ্টা করেও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সম্রাট খান বলেন, পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের কয়েকটি ক্যাবল পুড়ে গেছে। বিকল্প উপায়ে লাইন সচল করা সম্ভব হচ্ছে না। পৌরসভার অংশটুকু সচল রাখার চেষ্টা চলছে। গতকাল ৩৩ কেভি লাইনে সমস্যার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply