ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ দুর্ঘটনায় যে সকল পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বৃহস্পতিবার (১২ জুন) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে এই শোকবার্তা পাঠানো হয়।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিমান দুর্ঘটনার ঘটনায় খবরে আমি মর্মাহত। এই কঠিন সময়ে আমরা ভারতের জনগণ এবং সরকারের সাথে রয়েছি। প্রয়োজনে আমরা যেকোনও ধরণের সহায়তা দিয়ে প্রস্তুত।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়। উড্ডয়নের ৫ মিনিট পরই মেঘানি এলাকার চিকিৎসকদের একটি হোস্টেল ভবনে বিমানটি আছড়ে পড়ে। এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ ফ্লাইটটিতে ১৬৯ জন ভারতীয় ও ৬১ জন বিদেশি যাত্রী ছিল। বিদেশিদের মধ্যে ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগীজ ও একজন কানাডিয়ান ছিলেন। এছাড়া, পাইলট ও ক্রু ছিলেন ১২ জন।
/আরএইচ
Leave a reply