Site icon Jamuna Television

অতিরিক্ত ভাড়ার অভিযোগে সেনাবাহিনীর অভিযান, জরিমানা ও অর্থ ফেরত

বাউফল করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফলে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় বগা ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন বাউফল অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট তকী।

অভিযানকালে প্রায় ১০টি বাস আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড প্রতীক কুমার কুন্ডু উপস্থিত থেকে “মুন পরিবহন”-এর দুটি, “বাউফল ট্রাভেলস” ও “আল মদিনা ট্রাভেলস”-এর একটি করে বাসকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন।

সেনাবাহিনী অতিরিক্ত ভাড়ার অভিযোগ যাচাই করে তাৎক্ষণিকভাবে যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত অর্থ ফেরতের ব্যবস্থা করে। তবে বেশ কিছু বাসচালক ও স্টাফ যাত্রীদের রেখে পালিয়ে যান। তাদের খুঁজে পেতে সংশ্লিষ্ট মালিকদের ডেকে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী যাত্রীরা জানান, সাধারণ সময়ে দশমিনা-বাউফল-ঢাকা রুটে ভাড়া ৬০০ টাকা হলেও ঈদের সময়ে তা বাড়িয়ে ৯০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তকী বলেন, জাল ভাড়ার তালিকা বানিয়ে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়েছি। অভিযানে এর সত্যতা মেলে। ঈদ যাত্রায় সাধারণ মানুষের ভোগান্তি রোধে আমাদের অভিযান চলবে।

/এটিএম

Exit mobile version