Site icon Jamuna Television

ইরানে হামলার সাথে সম্পৃক্ততার দাবি অস্বীকার যুক্তরাষ্ট্রের

ইরানে ইসরায়েলি হামলার সাথে সম্পৃক্ততার দাবি পুরোপুরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ জুন) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এই হামলা একতরফাভাবে পরিচালনা করেছে ইসরায়েল। এতে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয়।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। অন্যদিকে ইসরায়েলের দাবি, ইরানের পারমাণবিক বোমা তৈরির অগ্রগতির প্রমাণ যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে তুলে ধরেছে তারা। আর এ বিষয়ে তাদেরকে পূর্ণাঙ্গ ও সমন্বিত সহযোগিতা করেছে ওয়াশিংটন।

এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র অভিযোগ করেন, ইসরায়েলি এ অভিযানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছিল। এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও আখ্যা দেন তিনি।

/এমএইচ

Exit mobile version