Site icon Jamuna Television

ঢাকায় ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরছেন অনেকে। শুক্রবার (১৩ জুন) ভোররাত থেকে সদরঘাটে ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীবাহী লঞ্চগুলো।

পরিবারের সদস্যদের নিয়ে কর্মস্থলে ফিরেছেন দক্ষিণঞ্চলের মানুষেরা। ঈদ যাত্রায় কিছুটা ভোগান্তি থাকলেও লম্বা ছুটিতে স্বজনদের সাথে দারুণ সময় কাটানোর কথা জানান অনেকে। ছুটির এই সময়টা কাজে যোগ দেয়ার ক্ষেত্রে উৎসাহ যোগাচ্ছে বলেও জানান ঢাকায় ফেরত আসা যাত্রীরা।

এদিকে সদরঘাটে নেমে বাসায় ফিরতে গিয়ে বিপাকে পড়েন অনেকে। সিএনজি, অটোরিকশাসহ গণপরিবহনগুলোতে বাড়তি ভাড়া দাবির অভিযোগ করেন তারা।

তাদের অভিযোগ, দ্বিগুণেরও বেশি ভাড়া দাবি করছেন চালকরা। ফলে স্বজনদের নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের।

/এমএইচ

Exit mobile version