Site icon Jamuna Television

ইসরায়েলকে কঠোর জবাবের হুঁশিয়ারি খামেনির

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ছবি: টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেন,ইরান অবশ্যই এই হামলার জবাব দেবে।

ইসরায়েলের হামলার পর শুক্রবার (১৩ জুন) দেশটির বার্তা সংস্থা আইআরএনএ সর্বোচ্চ এই নেতার একটি বিবৃতি প্রকাশ করেছে। যাতে তেলআবিবকে তিক্ত ও যন্ত্রণাদায়ক পরিণতির জন্য প্রস্তুত থাকার হুমকি দিয়েছেন তিনি।

এর আগে, ইরানের নিরাপত্তা বাহিনীর বরাতে দেশটির গণমাধ্যম নিশ্চিত করে, ইসরায়েলের হামলায় আইআরজিসি প্রধান হোসেন সালামির মৃত্যু হলেও অক্ষত রয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনি।

/এমএইচ

Exit mobile version