Site icon Jamuna Television

ইরানে ইসরায়েলের হামলার পর জ্বালানি তেলের দাম বেড়েছে

ইরানে ইসরায়েলের হামলার পর অস্থির হয়ে উঠেছে জ্বালানি তেলের বাজার। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম একলাফে বেড়েছে ৯ শতাংশেরও বেশি।

শুক্রবার (১৩ জুন) একাধিক আন্তর্জাতিক বার্তা সংস্থা বলেছে, গত পাঁচ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তেলের দাম। এর পাশাপাশি তেল সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

ব্রেন্ট ক্রুডের দাম ৯ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি দাঁড়ায় ৭৫ দশমিক ৬৫ ডলারে, যা ২৭ জানুয়ারি থেকে সর্বোচ্চ। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৯ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। ব্যারেল প্রতি তেলের দাম দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৪৭ ডলারে।

এদিকে, ইসরায়েলে পালটা হামলা চালিয়েছে ইরান। কয়েক ঘণ্টার ব্যবধানে ইসরায়েলে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে দেশটি।

বিশ্লেষকরা বলছেন, চরম পরিস্থিতিতে, ইরান যদি হরমুজ প্রণালীতে অবকাঠামো বা জাহাজ চলাচলকে লক্ষ্য করে, তবে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল সরবরাহ ব্যাহত হতে পারে। এই প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথগুলোর মধ্যে একটি। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই রুট দিয়েই পরিবহন করা হয়।

/এমএইচআর

Exit mobile version