Site icon Jamuna Television

ভ্রাতৃপ্রতিম দেশ উল্লেখ করে ইরানে হামলার তীব্র নিন্দা সৌদি আরবের

ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার কড়া প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। বিবৃতিতে ইরানকে ভ্রাতৃপ্রতিম দেশ উল্লেখ করে সৌদি বলছে, এই হামলা হামলা ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও নিয়মের পরিপন্থী।

সৌদি মন্ত্রণালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে বলছে, ইসরায়েলের বারবার আক্রমণ বন্ধ করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে নিরাপত্তা পরিষদকে।

এর আগে, বৃহস্পতিবার রাতে ইরানের রাজধানী তেহরানসহ একাধিক স্থানের পারমাণবিক এবং সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত বেশ কয়েকজন বেসামরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ ঘটনায় ইসরায়েলকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেন, ইরান অবশ্যই এই হামলার জবাব দেবে।

/এটিএম

Exit mobile version