Site icon Jamuna Television

গ্যাস উৎপাদন বাড়িয়ে আমদানি কমানোর চেষ্টা চলছে: জ্বালানি উপদেষ্টা

প্রতিবছর প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন কমছে। পাশাপাশি এলএনজি আমদানি বেড়েছে। এক্ষেত্রে গ্যাসের উৎপাদন বাড়িয়ে আমদানি কমানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শুক্রবার (১৩ জুন) সকালে সিলেটের কৈলাশটিলা ৭ নম্বর কূপসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যে সকল এলাকা থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে সেখানেও গ্যাসের সংযোগ দেয়া হবে না। বরং সেসব এলাকায় কম মূল্যে এলপিজি সিলিন্ডার সরবরাহ করবে সরকার।

তিনি আরও বলেন, বাসা-বাড়িতে পাইপলাইনে গ্যাসের অপচয় হয়। সুযোগ থাকলে কেয়ামত পর্যন্ত আবাসিক গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেয়া হবে। এ সময় গ্যাসফিল্ডের দুটি কূপ হতে ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত হয়েছে বলেও জানান তিনি।

/আরএইচ

Exit mobile version