Site icon Jamuna Television

কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় মারা গেছেন

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী এবং শিল্পপতি সঞ্জয় কাপুর মারা গেছেন। বৃহস্পতিবার (১২ জুন) যুক্তরাজ্যে পলো খেলতে গিয়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন, এরপরই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। তার বয়স হয়েছিল ৫৩ বছর।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ট্যুডের প্রতিবেদনে বলা হয়, গার্ডস পলো ক্লাবে পলো খেলার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন।

সঞ্জয় ও কারিশমা কাপুর ২০০৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১০ সালে কারিশমা তার ছোট ছেলে কিয়ানের জন্মের সময় দিল্লি থেকে মুম্বাইয়ের বাড়িতে চলে যান। ২০১৪ সালে তারা বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৬ সালের জুনে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

/এটিএম

Exit mobile version