Site icon Jamuna Television

২ দিন বন্ধের পর খুলেছে রবীন্দ্র কাছারি বাড়ি

দুই দিন পরিদর্শন বন্ধ থাকার পর সিরাজগঞ্জ শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকালে টিকিট কেটে আগের নিয়মেই কাছারি বাড়িতে প্রবেশ করেন দর্শনার্থীরা। এসময়, উপস্থিত ছিলেন পুলিশ ও জেলা প্রশাসন।

পরে কাছারি বাড়ি পরিদর্শন করে সেনা সদস্যরাও। এরআগে, ৮ জুন এক দর্শনার্থীর সাথে নিরাপত্তাকর্মীরা বাকবিতণ্ডার জেরে হাতাহাতির ঘটনা ঘটে। এরইজেরে ১০ জুন উত্তেজিত কয়েকজন আবারো কাছারি বাড়িতে হামলা-ভাঙচুর চালায়।

পরে, কাছারি বাড়িতে প্রবেশ ও পরিদর্শন বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এঘটনার তদন্তে এরইমধ্যে দু’টি কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এরইমধ্যে হামলা মামলায় গ্রেফতার করা হয়েছে ৫ জনকে।

/এটিএম

Exit mobile version