
যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে।
শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় বেলা পৌনে ৪টার দিকে বৈঠক শেষে পার্ক লেনের হোটেল থেকে তারেক রহমানকে হাসিমুখে বের হতে দেখা যায়। দুপুর ২টার দিকে এই বৈঠক শুরু হয়েছিল।
বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পরেই দুই নেতার এ সাক্ষাৎ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে, বাংলাদেশ সময় দুপুর ২টার কিছু আগে হোটেল পৌঁছান তারেক রহমান। তাকে হোটেলে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যান্যরা।
উল্লেখ্য, দেশে রাজনৈতিক উত্তেজনা, নির্বাচন নিয়ে জটিলতা ও সরকার ও অন্যান্য দলের টানাপড়েনের মধ্যে এই বৈঠক এক রকম ‘টক অব দ্য কান্ট্রি’ হিসেবে পরিণত হয়।
/এমএইচআর
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply