Site icon Jamuna Television

ইরানের বিপ্লবী গার্ডের নতুন প্রধান নিয়োগ দিলেন খামেনি

ইসরায়েলের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেন সালামি নিহত হওয়ার পর বাহিনীর নতুন প্রধান নিয়োগ দিয়েছেন আয়াতুল্লাহ আল খামেনি।

শুক্রবার (১৩ জুন) ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, হোসেন সালামি নিহত হওয়ার পর আয়াতুল্লাহ আলি খামেনি মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন কমান্ডার হিসেবে নিযুক্ত করেছেন।

এছাড়া আয়াতুল্লাহ আল খামেনি সাবেক সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরির স্থলাভিষিক্ত হিসেবে সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আবদুর রহিম মুসাভিকে দেশটির সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত করেছেন।

নিয়োগ প্রদান সংক্রান্ত আদেশে (ডিক্রি) খামেনি ইহুদিবাদী সরকারের হাতে গৌরবময় ও মর্যাদাপূর্ণ শাহাদাতের জন্য মেজর জেনারেল বাঘেরির প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া নতুন কমান্ডারের প্রশংসনীয় সেবা এবং মূল্যবান অভিজ্ঞতা তুলে ধরেন।

/এটিএম

Exit mobile version