ময়মনসিংহ ব্যুরো:
ময়মনসিংহের ভালুকায় খেলনা পিস্তল দিয়ে একটি দোকানে ডাকাতির চেষ্টার অভিযোগে দুই কিশোরকে আটক করা হয়েছে। শুক্রবার (১৩ মে) সকালে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া বাদশা টেক্সটাইল মিল এলাকার ২ নম্বর গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে দুই কিশোর ওই দোকানে প্রবেশ করে। এ সময় তারা কোমর থেকে একটি পিস্তল সদৃশ বস্তু বের করে দোকান মালিককে হুমকি দিয়ে বলে, ‘ক্যাশবাক্সে যা আছে বের কর, নইলে গুলি করে ফেলব।’ একপর্যায়ে তাদের একজন দোকানের গ্লাসে লাথি মারলে আশপাশের দোকানিরা ছুটে এসে তাদের ধরে ফেলে।
দোকানের মালিক মেহেদী হাসান বলেন, কিশোরদের আমি আগে কখনো দেখিনি। হঠাৎ তারা এসে পিস্তল বের করে ভয় দেখাতে থাকে। ওটা দেখতে একেবারে আসল পিস্তলের মতো ছিল। আমি ভয় পেয়ে যাই। পরে আশপাশের লোকজন এসে তাদের ধরে ফেলে।
তিনি আরও জানান, খবর পেয়ে সেনাবাহিনী ও ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই কিশোরকে আটক করে এবং তাদের কাছ থেকে খেলনা পিস্তলটি উদ্ধার করে।
ভালুকা মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর বলেন, দুই কিশোর খেলনা পিস্তল দেখিয়ে দোকানদারকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, স্থানীয় এক পরিচিত অপরাধীর কাছ থেকে তারা খেলনা পিস্তলটি পেয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর আটক কিশোরদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
/এএস
Leave a reply