Site icon Jamuna Television

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠককে যেভাবে দেখছে বাম দলগুলো

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব কমে আস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন একাধিক বাম দলের নেতারা। শুক্রবার (১৩ জুন) লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যে বৈঠকের প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন তারা।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের ফলে দুই পক্ষই জিতেছে। উভয়পক্ষের মধ্যে থাকা বিভক্তি, সন্দেহ ও অবিশ্বাস কমেছে। নাটকীয় কিছু না ঘটলে এই ঐকমত্য দেশের জন্য কল্যাণ বয়ে আনবে বলেও মন্তব্য করেন তিনি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, এই দুই নেতার বৈঠকটি ইতিবাচক। তবে নির্বাচন নিয়ে স্পষ্ট তারিখ ঘোষণা করতে হবে। তবে এর পাশাপাশি সংস্কার ও বিচারের বিষয়েও আলোচনা এবং অগ্রগতি জরুরি।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ফেব্রুয়ারি নয় ডিসেম্বরের মধ্যেই সব ধরনের সংস্কারের উদ্যোগ ও বিচার সম্পন্ন করে নির্বাচন দেয়া সম্ভব। তা না হলে রাজনৈতিক অচলাবস্থা কাটবে না।

/আরএইচ

Exit mobile version