Site icon Jamuna Television

শুক্রবার পর্যন্ত দেশে ফিরেছেন ১২ হাজার ৮৭৭ হাজি

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজীরা। গত ১০ জুন দুপুর থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়। শুক্রবার (১৩ জুন) পর্যন্ত ৩৩টি ফ্লাইটে সরকারি-বেসরকারি মিলিয়ে ১২ হাজার ৮৭৭ জন হাজি দেশে ফিরেছেন।

হজের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন তারা। জানান, কাবাঘরে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় তারা দোয়া করেছেন।

একজন হাজি বলেন, পরিবার-পরিজন থেকে শুরু করে দেশের মানুষ ও মুসলিমদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছি।

উল্লেখ্য, এ বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজে অংশ নিয়েছেন ১৬,৭৬,২৩০ জন মুসল্লি। যার মধ্যে বাংলাদেশ থেকেই গেছেন ৮৬,৯৫৮ জন।

/এসআইএন

Exit mobile version