Site icon Jamuna Television

সব শেষ হওয়ার আগেই ইরানকে চুক্তিতে আসতে হবে: ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সব শেষ হয়ে যাওয়ার আগে ইরানকে অবশ্যই চুক্তিতে আসতে হবে। যেটিকে একসময় পারস্য সাম্রাজ্য বলা হতো, সেটিকে রক্ষা করো। আর কোনও মৃত্যু নয়, আর কোনও ধ্বংস নয়, এটি করো, নইলে অনেক দেরি হয়ে যাবে।

শুক্রবার (১৩ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় তিনি এসব কথা বলেন।

পরবর্তী হামলাগুলো আরও নিষ্ঠুর হবে বলেও হুমকি দেন ট্রাম্প। তার মতে, এখনও এই ধ্বংস থামানোর সুযোগ আছে।

ইরানে ইসরায়েল যে হামলা চালিয়েছে, সেটির পরিকল্পনার কথা মার্কিন প্রেসিডেন্ট আগে থেকে জানতেন বলেও পোস্টে উল্লেখ করেন। তবে তিনি দাবি করেন, এই অভিযানে তার দেশের সামরিক বাহিনী অংশ নেয়নি।

এদিকে, শুক্রবার ভোর ৪টার দিকে রাজধানী তেহরানসহ ইরানের আট শহরে বড় বিমান হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। দেশটির ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১০০ স্থাপনায় হামলা করা হয়েছে বলে এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দ্য রেভোল্যুশনারী গার্ড কোরের প্রধান কমান্ডার হোসাইন সালামি, পরমাণু বিজ্ঞানী ও ইরানের পরমাণু সংস্থার প্রধান ফেরেয়দুন আব্বাসি ও পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ তেহরানচি নিহত হয়েছেন।

/এমএন

Exit mobile version