Site icon Jamuna Television

সাবেক এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার মারা গেছেন

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার মারা গেছেন। শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি ছেলুন জোয়ার্দ্দার নামেও পরিচিত

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি এক কন্যা ও স্ত্রী রেখে গেছেন। 

জানা গেছে, গত কয়েকদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন সাবেক এই সংসদ সদস্য। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার সন্ধ্যায় মারা যান তিনি। 

সোলায়মান হক জোয়ার্দ্দার ১৯৯১ সালের পঞ্চম, ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা-১ আসনে থেকে অংশ নিয়ে পরাজিত হন।

পরে তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা-১ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা-১ আসনে থেকে সংসদ সদস্য মনোনীত হন। ২০১৪ নির্বাচনের পর তিনি জাতীয় সংসদের হুইপ মনোনীত হয়েছিলেন। 

/এএস

Exit mobile version