আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনাসহ সকল অপরাধীদের বিচার সম্পন্ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শুক্রবার (১৩ জুন) রাতে নাটোরের গুনারীগ্রামে স্থানীয় বিএনপির আয়োজনে এক পথসভায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি এ কথা বলেন।
দুলু বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ ইলিয়াস ও চৌধুরী আলমসহ অসংখ্য বিএনপি নেতাকর্মীকে হত্যা, নির্যাতন ও গুম করেছে। সেই সঙ্গে ২০২৪ সালের ৫ আগস্টের আগে শিক্ষার্থীদের হত্যা করেছে। তাই শেখ হাসিনাসহ এসব হত্যাকারীর বিচার এই দেশের মাটিতে হতেই হবে।
এ সময় জেলা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
/এসআইএন
Leave a reply