Site icon Jamuna Television

পদ্মা সেতুতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত অন্তত ১

পদ্মা সেতুতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে একজন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বেশিরভাগের অবস্থাই সংকটাপন্ন। দুর্ঘটনার কারণে সেতুতে যান চলাচলে সাময়িক ব্যাঘাত ঘটলেও, পরে স্বাভাবিক হয়।

শুক্রবার (১৩ জুন) রাত ১০টায় পদ্মা সেতুর ২ নম্বর পিলারের মাওয়ামুখী লেনে হঠাৎই বিকল হয়ে যায় একটি ট্রাক। এসময় একই লেনে থাকা ইমাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয় থেমে থাকা ট্রাকটিকে। এতে দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ।

ঘটনাস্থলেই নিহত হয় কমপক্ষে একজন। আহত হয় বেশ কয়েকজন। তাদের চিকিৎসার জন্য রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল, ঢাকা মেডিকেলসহ পঙ্গু হাসপাতাল হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে সেতু কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে অংশ নেয়। এসময় সেতুতে প্রায় ২ ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

/এমএইচআর

Exit mobile version