Site icon Jamuna Television

কাল খুলবে অফিস-আদালত, ঈদের ছুটির শেষ বেলায় রাজধানীতে ফিরছে কর্মজীবীরা

ঈদুল আজহার দীর্ঘ ১০ দিনের ছুটি আজ শেষ। আগামীকাল রোববার (১৫ জুন) থেকে পুরোদমে খুলবে অফিস-আদালত। তাই অনেকটা তাড়াহুড়ো করেই ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।

শনিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে ঢাকামুখী যাত্রীচাপ। প্রতিটি ট্রেনই ছিল যাত্রীতে ঠাসা। তারা বলছেন, এবার সরকারি ছুটি বেশি থাকায় স্বস্তি নিয়ে ফিরতে পেরেছেন তারা।

এদিন সদরঘাটেও ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। দেশের দক্ষিণাঞ্চল থেকে যাত্রী বোঝাই করে সদরঘাটে ভিড়তে থাকে লঞ্চগুলো। ভাড়া নিয়ে কোনো অভিযোগ না থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপে কিছুটা দুর্ভোগ পোহাতে হয় তাদের।

সরকারের স্বাস্থ্যবিধি অনুসারে মাস্ক পরার নির্দেশনা থাকলেও অধিকাংশ যাত্রীকেই মাস্ক ছাড়াই ভ্রমণ করতে দেখা গেছে। যাত্রীদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি রক্ষায় তেমন কোনো কার্যকর তদারকি চোখে পড়েনি।

এদিকে, বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীরা ঈদে ছুটি না পাওয়ায় এখনও ঢাকা ছাড়ছেন অনেকে, যাদের সংখ্যাও একেবারে কম নয়। ঢাকা ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনই ছিল যাত্রীতে পরিপূর্ণ।

/এমএইচআর

Exit mobile version