Site icon Jamuna Television

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: বেড়েই চলছে জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে বিশ্ববাজারে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। শুক্রবার (১৩ জুন) ইরানে হামলার পর একলাফে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ১০ শতাংশ।

আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো বলছে, গত পাঁচ মাসেরও বেশি সময়ের মধ্যে এবারই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তেলের দাম। এর ফলে কেবল যানবাহনে জ্বালানি খরচ নয়, খাদ্যপণ্যের দাম থেকে শুরু করে প্রভাব ফেলতে পারে পুরো অর্থনীতিতে।

এমন অবস্থায় সারাবিশ্বে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কাও করছেন অনেকে। ব্রেন্ট ক্রুডের দাম বৃহস্পতিবারের তুলনায় ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৭৪ দশমিক ২ ডলারে।

/এমএইচ

Exit mobile version