পাকিস্তানের টি-টোয়েন্টি দলে এখন খুব একটা দেখা যায় না বাবর আজমকে। সাবেক এই অধিনায়ককে ছাড়াই বেশ কয়েকটি সিরিজ খেলেছে তার দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে যখন অনেকটাই উপেক্ষিত হতে চলেছেন বাবর, ঠিক তখনই তার সামনে উন্মুক্ত হলো বিগ ব্যাশের দ্বার। প্রথমবারের মতো বাবর খেলবেন অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে, তার দল সিডনি সিক্সার্স।
বাবর আজমের সাথে এই দলে আছেন বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার স্টিভেন স্মিথও। বিষয়টি উল্লেখ করে উচ্ছ্বাস প্রকাশ করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
বাবর আজম বলেন, সিডনি সিক্সার্সে যুক্ত হতে পেরে আমি বেশ উচ্ছ্বসিত। যেখানে আমার পছন্দের ব্যাটার স্টিভেন স্মিথ ও বিশ্বসেরা বোল জশ হ্যাজলউডও আছেন। তাদের সাথে ড্রেসিং রুম ভাগাভাগি করতে আর তর সইছে না আমার।
Babar Azam joins the Sixers for #BBL15
— Sydney Sixers (@SixersBBL) June 13, 2025
The King has arrived. 👑#welcomebabar #sixers pic.twitter.com/YQOsNnZ7Hi
অস্ট্রেলিয়ার মাটিতে খেলা সবসময়ই রোমাঞ্চকর বলে দাবি করেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। সেই সাথে বিগ ব্যাশে সুযোগ পাওয়াটাকেও বেশ বড় করে দেখছেন বাবর। বলেন, আমি বরাবরই অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে পছন্দ করি। তবে বিগ ব্যাশে খেলতে পারাটা আরও বড় কিছু আমার জন্য।
উল্লেখ্য, ১২৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রায় ৪০ গড়ে ৪ হাজারেরও বেশি রান রয়েছে বাবরের। ৩টি শতকের সঙ্গে সর্বোচ্চ ১২২ রানের ইনিংস আছে তার। বিপিএলেও খেলেছেন এ পাকিস্তানি ব্যাটার।
/এমএইচআর
Leave a reply