Site icon Jamuna Television

রেকর্ড দামে আর্জেন্টাইন মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার ফ্র্যাঙ্কো মাস্তানতুয়োনো। ১৭ বছর বয়সী এই তরুণ ফুটবলারের সাথে ৬ বছরের চুক্তি করেছে ক্লাবটি। এরই মধ‍্যে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছে মাস্তানতুয়োনোর। চিলির বিপক্ষে আলবিসেলেস্তেদের সবশেষ ম্যাচে আকাশি-সাদা জার্সিতে মাঠে নামেন তিনি।

নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে মাস্তানতুয়োনোকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করে লস ব্ল্যাঙ্কোসরা। তাকে পেতে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে দলটিকে। ক্লাব পর্যায়ে এখন পর্যন্ত ৬১ ম্যাচে ১০ গোল করেছেন এ অ্যাটাকিং মিডফিল্ডার।

রিলিজ ক্লজের ৪ কোটি ৫০ লাখ ইউরোর পুরোটাই রিভার প্লেটকে পরিশোধ করবে রিয়াল, যা ট্রান্সফার ফি’র হিসেবে কোনো আর্জেন্টাইন ক্লাবের প্রেক্ষাপটে সর্বোচ্চ।

উল্লেখ্য, চুক্তির বিষয়ে দু’পক্ষের সমঝোতা হয়ে গেলেও এখনই মাদ্রিদের ক্লাবটিতে যোগ দিচ্ছেন না মাস্তানতুয়োনো। রিভার প্লেটের হয়ে ক্লাব বিশ্বকাপ খেলবেন তিনি। আগামী আগস্টে যখন বয়স ১৮ পূর্ণ হবে, তখনই নতুন ঠিকানায় দেখা যাবে তাকে।

/এমএইচআর

Exit mobile version