Site icon Jamuna Television

১৮ দিন পর চালু হলো জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট

টানা ১৮ দিন বন্ধ থাকার পর চালু হলো জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার (১৪ জুন) হাসপাতাল ঘুরে দেখা গেছে, বহির্বিভাগে চিকিৎসাসেবা শুরু হয়েছে।

প্রবেশমুখে পুলিশ সদস্যদের যাচাই শেষে রোগীদের হাসপাতালে ঢুকতে দেয়া হয়েছে। গত ২৮ মে, হাসপাতালটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে চিকিৎসক-নার্স-কর্মকর্তা-কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় সব চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। ৪ জুন থেকে জরুরি বিভাগে সীমিত পরিসরে চিকিৎসাসেবা দেয়া হচ্ছিল। এই কয়েকদিন হাসপাতালে কোনো ধরণের রোগী ভর্তি কিংবা অপারেশন করা হয়নি। সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটি জুলাই অভ্যুত্থানে আহতদের ছাড়পত্র দিলেও তারা হাসপাতাল ছাড়ছিলেন না। সংঘর্ষের পর বন্ধ হয়ে যাওয়া হাসপাতালেই ছিলেন ৫ জন।

জুলাই আন্দোলনে আহত ৫ জনের ছাড়পত্র প্রস্তত, অনুমতি না নিয়ে ঈদে বাড়ি ফেরা ৫০ জনকে পলাতক হিসেবে পুলিশকে জানানো হয়েছে

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম জানান, জুলাই আন্দোলনে আহত ৫ জনের ছাড়পত্র প্রস্তত। বাকি ৫০ জন কাউকে কিছু না জানিয়ে নিজেদের চিকিৎসা ফাইলসহ ঈদের সময় হাসপাতাল ছেড়ে চলে যাওয়ায় তাদের পলাতক দেখিয়ে পুলিশকে জানানো হয়েছে।

/এসআইএন

Exit mobile version