ইসরায়েলি হামলায় ইরানের অন্তত ২০ শীর্ষ কমান্ডারের প্রাণহানি ঘটেছে

|

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত সামরিক বাহিনীর ২০ শীর্ষ কমান্ডারকে হারিয়েছে ইরান। তাদের মধ্যে সেনা, আইআরজিসি প্রধান ছাড়াও রয়েছেন অ্যারোস্পেস বাহিনীর প্রধান এবং বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা।

এর আগে, গতকাল শুক্রবার (১৩ জুন) ভোররাতে তেহরানসহ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস- আইআরজিসির সদর দফতরে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার সময় ভবনে উপস্থিত ছিলেন বাহিনীটির প্রধানসহ অন্যান্য কমান্ডাররা।

এছাড়াও হামলা করা হয় অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাতেও। এদিকে একই হামলায় টার্গেট করা হয় ইরানি পরমাণু বিজ্ঞানীদেরও। প্রাণ গেছে কমপক্ষে ছয়জনের।

পাল্টা জবাবে শুক্রবার রাতেই ইরান ওই হামলার পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে এ পর্যন্ত দুইজন নিহত এবং ৬৩ জনের মত মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply