আর ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালালে তেহরান জ্বলবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

|

ইরান যদি আর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যায়, তাহলে পাল্টা হামলায় তেহরানকে জ্বালিয়ে দেয়া হবে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ। খবর আলজাজিরার।

সেনাবাহিনীর চিফ অব স্টাফের সঙ্গে এক বৈঠকের পর তিনি জানান, ইসরায়েলি নাগরিকদের ক্ষতিগ্রস্ত করলে ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ করে ইসরায়েল কাৎজ বলেন, ইরানের স্বৈরশাসক দেশটির সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন। তিনি এমন এক বাস্তবতা তৈরি করছেন, যেখানে তারা—বিশেষ করে তেহরানের বাসিন্দারা—ইসরায়েলি নাগরিকদের ওপর হামলার কারণে চড়া মূল্য দিতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, যদি খামেনেই ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখেন, তবে তেহরান জ্বলে-পুড়ে যাবে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply