Site icon Jamuna Television

ফুলটসে চার… দক্ষিণ আফ্রিকার শিরোপা জয়

দৌড়ে আসছেন মিচেল স্টার্ক, অফ স্ট্যাম্পের বাইরে ফুলটস, ব্যাটিংয়ে কাইল ভেরেইনা; ছোঁয়া লাগাতেই বল গড়িয়ে মাঠের বাইরে। আর মাঠের বাইরে থাকা প্রোটিয়ারা দৌড়ে ঢুকলেন মাঠের ভেতরে। শুরু হলো উদযাপন, একে অপরকে জড়িয়ে ধরে মার্করাম বাহিনী মেতে উঠলো বাঁধভাঙা উল্লাসে। মাতবেই বা না কেন! ২৭ বছরে এমন উপলক্ষ্য প্রথমবার…টেস্টে এখন বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।

এর আগে বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্টে ১৪টি নকআউট ম্যাচে টানা হেরেছিল দক্ষিণ আফ্রিকা। অবশেষে ধরা দিলো আরাধ্য সেই শিরোপা। শনিবার (১৪ জুন) ক্রিকেট-তীর্থ লর্ডসে  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ‘চোকার’ তকমা ঘুচিয়েছে প্রোটিয়ারা।

আজ চতুর্থ দিনের শুরুতেই হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে ব্যাটিং করা অধিনায়ক টেম্বা বাভুমাকেই হারায় প্রোটিয়ারা। ১৩৪ বলে ৫ চারে ৬৬ রান এসেছে তার ব্যাট থেকে।

চতুর্থ উইকেটে ট্রিস্টান স্টাবসের সঙ্গে আবারও জুটি লম্বা করার চেষ্টা করেন মার্করাম। তবে মিচেল স্টার্ক দারুণ এক ইনসুইংয়ে স্টাবসকে (৮) বোল্ড করে ভাঙেন ২৪ রানে জুটি। একপ্রান্তে অবিচল থেকে দলকে জয়ের কাছে পৌঁছে দেন ওপেনিংয়ে নামা মার্করাম।

জয় থেকে যখন ৬ রান দূরে, জশ হ্যাজলউডের বলে শর্ট মিডউইকেটে ট্রাভিস হেডকে ক্যাচ দিয়ে ফেরেন মার্করাম। থামে ১৩৬ রানের দুর্দান্ত এক ইনিংস।

দলকে জিতিয়ে শেষ পর্যন্ত ডেভিড বেডিংহাম ২১ ও ভেরেইনা ৪ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ৩ টি, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড নিয়েছেন ১টি করে উইকেট।

/এমএইচ

Exit mobile version