Site icon Jamuna Television

ইসরায়েলের তিনটি এফ–৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

এবার আরেক দফায় ইসরায়েলের এফ–৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। এ নিয়ে মোট তিনটি এফ–৩৫ যুদ্ধবিমান ভূপাতিত ও বেশকিছু সংখ্যক ড্রোন ধ্বংস করার দাবি করলো ইরান।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আরও একটি যুদ্ধবিমানকে আঘাত করা হয়েছে। খবর আলজাজিরার।

সেনাবাহিনীর জনসংযোগ দফতরের বরাত দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, দেশের পশ্চিমাঞ্চলে ঘটনাটি ঘটেছে। পাইলট বিমান থেকে ইজেক্ট করেছেন, তার বর্তমান অবস্থান এখনও অজানা।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রায়ি ইরানি গণমাধ্যমের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, ইরানি সামরিক বাহিনী ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করেছে–এমন ভুয়া তথ্য প্রকাশ করা হচ্ছে।

এর আগে, ইরানের সংবাদ সংস্থা, তাসনিম নিউজ জানায়, দেশটির সিরাজ ও ইসফাহান শহর থেকে মিসাইল ছোঁড়ে বিমান বাহিনী। ধ্বংস করা হয় ইসরায়েলের দুইটি এফ–৩৫ যুদ্ধবিমান ও বেশকিছু সংখ্যক ড্রোন। এ হামলার পর যুদ্ধবিমানের একটিতে থাকা নারী পাইলটকে আটক করে সেনাবাহিনী।

/এসআইএন

Exit mobile version